বিষয়টা একটু খোলসা করে বলা যাক।
প্রিয়াঙ্কার মাকে সকলে ‘মধু’ নামেই চেনেন। তবে তাঁর পুরো নাম মধু মালতী চোপড়া। পেশায় চিকিৎসক মধুর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও জ্বলজ্বল করছে ওই একই নাম। সুতরাং বলাই যায়, মায়ের নামেই নিজের সন্তানের নামকরণ করেছেন প্রিয়ঙ্কা। অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সংবাদমাধ্যমকে বলেন, “প্রিয়াঙ্কা ওর ভারতীয় শিকড়কে সব সময় আঁকড়ে ধরে বাঁচতে চায়। আবার স্বামী নিকের সংস্কৃতিকেও খুব শ্রদ্ধা করে। তাই দুই সংস্কৃতির মিশেলে মেয়ের নাম রেখেছে।”
নিক-প্রিয়াঙ্কা যদিও এখনও আনুষ্ঠানিক ভাবে তাঁদের সন্তানের নাম ঘোষণা করেননি। তবে TMZ নামে হলিউডের এক পোর্টালের হাতে একরত্তির জন্ম শংসাপত্র আসে। সেখান থেকেই ফাঁস হয় তার নাম।
চলতি বছরের জানুয়ারি মাসে দুই থেকে তিন হয়েছেন তারকা-দম্পতি। মধ্যরাতে নেটমাধ্যমে অভিভাবক হওয়ার খবর প্রকাশ্যে আনেন দু’জনেই। জানান, সারোগেসির মাধ্যমে নতুন অতিথিকে স্বাগত জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে অনুরোধ করেছিলেন, তাঁদের ব্যক্তিজীবন নিয়ে বাড়তি কৌতুহল দেখানো যেন বন্ধ করেন সবাই।
২০১৮ সালে মার্কিন গায়ক-অভিনেতা নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। হিন্দু এবং খ্রিস্টান, দুই ধর্মের রীতি মেনেই শুরু হয়েছিল জীবনের নতুন অধ্যায়। শুভেচ্ছা বার্তার বন্যায় ভেসেছিলেন নবদম্পতি। পাশাপাশি ধেয়ে এসেছিল ট্রোল-কটাক্ষ। বয়সে ১০ বছরের ছোট নিককে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ায় কম কটূক্তি শুনতে হয়নি প্রিয়াঙ্কাকে।
মাস কয়েক আগে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে নামের পাশ থেকে ‘জোনাস’ পদবী মুছেছিলেন অভিনেত্রী। তার পরেই গাঢ় হয় তাঁদের বিচ্ছেদের গুঞ্জন। অনেকে ধরেই নিয়েছিলেন, অসমবয়সী এই দাম্পত্য টিকবে না খুব বেশি দিন। যাবতীয় জল্পনা উড়িয়ে প্রিয়াঙ্কা জানান, নিতান্তই পেশাগত কারণে নামের পাশ থেকে স্বামীর পদবি সরিয়ে দিতে হয় তাঁকে। অবশেষে মালতী ম্যারির আগমনে মুখ বন্ধ হয় নিন্দকদের।
এখনও একরত্তির ছবি প্রকাশ্যে আনেননি নিক-প্রিয়াঙ্কা। অভিনেত্রীর মা জানিয়েছিলেন, একরত্তির নামকরণ করবেন পরিবারের পুরোহিত।
প্রিয়াঙ্কাকে শেষ বার পর্দায় দেখা গিয়েছে ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’-এ। আপাতত তাঁর হাতে একগুচ্ছ কাজ। সম্প্রতি থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এর শ্যুট শেষ করেছেন। এ ছাড়াও হলিউডের ছবি ‘ইটস অল কামিং ব্যাক টু মি’-তে অভিনয় করবেন প্রিয়াঙ্কা।
এক দিকে মাতৃত্ব, অন্য দিকে কাজ- সব মিলিয়ে আপাতত বেজায় ব্যস্ত ‘দেশি গার্ল’।
We would love to say thanks to the author of this article for this amazing material
Priyanka Chopra-র সন্তানের নাম মালতী মেরি রাখার কারণ কী? জেনে নিন