এই প্রথমবার ‘কবির সিং’ খ্যাত সন্দীপ রেড্ডির সঙ্গে কাজ করছেন রণবীর। অ্যানিম্যাল ছবিটি যে ভিন্ন ধাঁচের হবে তা আগেই জানা গিয়েছিল। এই ছবির Ranbir Kapoor এর চরিত্রও অনন্য। আগে তিনি এই ধরনের কোনও কাজ করেননি। সন্দীপের চিত্রনাট্যের উপযুক্ত হয়ে ওঠার জন্য তাঁকে মেকওভারও করতে হয়েছে।
আকর্ষণীয় উপহার পেতে ক্লিক করুন এবং সহজ প্রশ্নের উত্তর দিন।
Animal ছবিটি সন্দীপের Pan Indian Project। দক্ষিণী সব ভাষার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে ছবিটি। Ranbir Kapoor এবং Sandeep Reddy Vanga একজোট হওয়ায় ব্যাপক উৎসাহিত ফিল্ম বাফেরা। আবারও এক মাস্টারপিসের অপেক্ষায় দিন গুনছেন অভিনেতা এবং পরিচালকের ভক্তরা।
ছবিতে রণবীর এবং রশ্মিকা ছাড়াও অভিনয় করছেন ববি দেওল এবং অনিল কাপুররা।ভূষণ কুমারের টি সিরিজ, মুরাদ খেতানির সিনেওয়ান স্টুডিওজ এবং প্রণব রেড্ডি ভাঙ্গার ভদ্রকালী পিকচার একজোট হয়ে এই ছবির প্রযোজনা করছে। এই ছবির জন্য ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা টেকনিশিয়ানদের বেছে নেওয়া হয়েছে। কবে মুক্তি পাবে Animal? জানা গিয়েছে, ২০২৩ সালের ১১ অগাস্ট ছবিটি মুক্তি পাবে।
প্রসঙ্গত, Ranbir Kapoor -কে শেষবার Sanju ছবিতে বড়পর্দায় দেখা গিয়েছিল। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। তারপর তিনি Ayan Mukherji -র Brahmāstra ছবিতে কাজ শুরু করেন। পাশাপাশি, Shamshera -র শ্যুটিংও করেছেন। দু’টি ছবিই এ বছর রিলিজ করবে। এদিকে Animal ছাড়াও Luv Ranjan -এর একটি ছবিতে কাজ করছেন রণবীর যার নাম এখনও ঠিক হয়নি।
এদিকে Rashmika Mandanna -ও এই মুহূর্তে কেরিয়ারের পিকে রয়েছেন। শেষবার Pushpa The Rise ছবিতে দেখা গিয়েছে তাঁকে। বর্তমানে Pushpa The Rule -এর শ্যুটিং স্থগিত হওয়ায় অন্য কাজে মন দিয়েছেন তিনি। হাতে একঝাঁক বলিউডি ছবি রয়েছে তাঁর।
বিনোদনের আরও খবর পড়তে ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন এই সময় ডিজিটাল…
We would like to give thanks to the writer of this article for this awesome content
বাঙালি সাজে রণবীর-রশ্মিকা, ভাইরাল Animal-এর লুক!